উপজেলা পর্যায়ে অবস্থিত উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) এর কার্যালয়ের মাধ্যমে যেসব সেবা ও সহযোগতিা প্রদান করা হয়ঃ
সমিতি/ দল(পুরুষ/মহিলা) গঠন, ঋণ গ্রহনে পরামর্শ প্রদান ও এতদসংক্রান্তযাবতীয় তথ্য ফরম সরবরাহ;
সদস্যসের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পূঁজি গঠনে সহায়তাকরণ;
সমিতিরে সদস্যগণকে সহজ শর্তে কৃষি উৎপাদন ও কৃষি উপকরণের জন্য (সার, বীজ, কীটনাশক এবং সেচ যন্ত্রপাতি)
ঋণ প্রদান, (ক) সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ ও (খ) আবর্তক কৃষি ঋণের ব্যাবস্থা করা;
বিভিন্ন প্রকল্প/ কর্মসূচীর আওতায় অনানুষ্ঠিক দল গঠন এবং উৎপাদনমূখী ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ঋণ প্রদান;
আনুষ্ঠানিক সমিতির নিবন্ধনের পরপরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮ (আট) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদান করা হয়:
সমবায়ীদের উৎপাদিত শস্যের বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি এবং ন্যায মূল্য প্রাপ্তিতে সহায়তা;
নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ এবং যৌতুক প্রথা নির্মূলে সচেতনতা
সৃষ্টিতে সহায়তা;
সদস্যদের বয়স্ক শিক্ষা স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা ;
বৃক্ষরোপন ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে পরামর্শ ও সহযোগিতা;
অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে নাম মাত্র সেবা মূল্যের বিনিময়ে ঋণ প্রদান;
গ্রামীন দরিদ্র মানুষেরআর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান এবং গ্রামীন নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈকিত
উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ;
উপজেলা অফিসের কোন কর্মকর্তা/ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তার নিকট
অফিসের উত্থাপন করা হলে তার প্রতিকার করা হবে;
উপজেলা বসবাসরত যে কোন ব্যক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে ও অফিস প্রতিশ্রুতিবদ্ধ।
আজই আপনার বি আর ডি বি’র উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তার সংগে যোগাযোগ করে আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পরিবর্তনের সুযোগ নিন।
বি আর ডি বি আপনাদের সেবায় নিয়োজিত।
ক্রমিক নং |
বিভাগ/দপ্তর |
সেবা সমূহ/ সেবার নাম |
দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারীর নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবাপ্রাপ্তরি জন্য প্রয়োজনীয় সময় |
সেবাপ্রাপ্তরি জন্য প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুষংগীক খরচ |
সংশিস্নষ্ট আইন কানুন/ বিধিবিধান |
নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান |
০১ |
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
ঋণ কার্যক্রম |
#আরডিও #মাঠ সংগঠক |
অনুমোদিত দল/সমিতির সদস্যগন আবেদন পত্র ক্রয় এবং পূরণ কর জমা দিয়ে প্রাপতার তালিকাভুক্ত হয়ে ঋণ মঞ্জুর কমিটির সুপারিশ ক্রমে ঋণ প্রাপ্তি
|
সর্বোচ্চ ১৫ দিন |
পাশবহি ও ফরম: ১০-১৫ টাকা |
ক্ষুদ্র ঋণনীতিমালা ২০০৩ ও ২০১১ |
উপপরিচালকের বরাবর আবেদন প্রদান |
০২ |
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
প্রশিক্ষন কার্যক্রম |
#আরডিও #মাঠ সংগঠক |
দল/সমিতির সদস্যর চাহিদা/যোগ্যতা বিবেচনা পূর্বক প্রাশিক্ষন |
১-৭ দিন (প্রশিক্ষণের সময় ব্যতীত) |
-- |
প্রশিক্ষন নীতিমালা |
উপপরিচালকের বরাবর আবেদন প্রদান |
০৩ |
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
সঞ্চয় জমা |
#আরডিও #মাঠ সংগঠক #দল/সমিতির ম্যানেজার |
অনুমোদিত দল/সমিতির সদস্যগন সভার দিননির্ধারিত অথবা এর চেয়ে বেশী হারে টাকা জমা দিয়ে রশিদ গ্রহন করে ব্যাংকে টাকা জমা । |
সভার দিন (প্রতি সাপ্তাহে এক বার) |
|
দল/সমিতির উপ আইন |
উপপরিচালকের বরাবর আবেদন প্রদান |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস